(5) পাপগুলো আমার মুখ দিয়েই হেসে নিল জীবনে জমে ওঠা পাপের পাহাড়টার মাথা খুঁজে পেলাম না। ইদানিং টের পাই রক্তেও …… বাদ গেলনা কিছুই। অগত্যা মুখে হাসিটাই ফুটে ঊঠল। শো শো করা দুই-একটা গাড়ী ছাড়া আর কিছুই জেগে নেই। আমার দ্বিতীয় স্বপ্ন। তবে সেদিন আমি মানুষটিকে চিনতে পারি।
Details